নিজস্ব প্রতিবেদন:ফের মুখ উজ্জ্বল বাংলা ছবির। টলিউডের ছবির পাড়ি এবার জয়পুরে। বাংলা ছবি মনোনীত জয়পুর ফিল্ম ফেস্টভ্যালে। জয়পুর ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত গৌতম ঘোষের ছেলে ঈশান ঘোষ পরিচালিত ‘ঝিল্লি’।

তিলোত্তমা বাসির পাশাপাশি ধাপার মাঠের গল্প জানবে এবার জয়পুর।পরিচালক গৌতম ঘোষ পুত্রর হাত ধরে। কলকাতার ধাপার মাঠের একাধিক কাহিনী দর্শকদের সন্মুখে।

গৌতম ঘোষ পুত্র ঈশান ঘোষ পরিচালিত ছবি ‘ঝিল্লি’ ছবির গল্প এগোবে কলকাতার বুকে কিছু পশু, কিছু মানুষের বসবাস করা,তাদের জীবনে বদলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। ‘ঝিল্লি’ ছবির সম্পূর্ণ শুটিং হয়েছে কলকাতার ধাপার মাঠে।
