নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরিচালক জিৎ চক্রবর্তীর দ্বিতীয় ছবি ‘ কথামৃত ‘। মুক্তির পর থেকেই ছবির প্রশংসা তুঙ্গে। তবে ছবি মুক্তির পর এবার নতুন করে প্রকাশ্যে ছবির গান।

প্রকাশ্যে এল জিৎ চক্রবর্তীর নতুন ছবি কথামৃত নতুন গান ‘কিছু কথা বাকি’। গান অনুযায়ী দুটো মানুষ অনেকদিন পাশাপাশি থাকলে একটা সম্পর্ক সংসারে পরিণত হয়। আর এই পাশাপাশি কান্না-হাসির কথাই বলে এই গান। তমোঘ্ন চ্যাটার্জীর কথা এবং রনজয় ভট্টাচার্যের সুরে, লগ্নজিতার কন্ঠে, অমিত চ্যাটার্জীর সঙ্গীত আয়োজনে আপনাদেরও একসাথে কাটানোর গান হোক ‘কিছু কথা বাকি’।


এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলছে ‘কথামৃত’। ছবির মূল চরিত্রে কৌশিক গাঙ্গুলী ও অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ছবির গল্প একজন বোবা মানুষকে নিয়ে। সেই চরিত্রে অভিনেতা কৌশিক গাঙ্গুলী। সে কথা বলতে না পারলেও একটা ছোট্টো লাল ডাইরিতে লিখে রাখেন তার নিজের মনের সমস্ত কথা। আর সেই ডাইরিরই নাম ‘কথামৃত’। ছবিতে কৌশিক গাঙ্গুলীর স্ত্রীর চরিত্রে অপরাজিতা আঢ্য। নিজেদের পাড়ার আদর্শ স্বামী-স্ত্রী সনাতন ও সুলেখা। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার।