22 C
Kolkata

kangana Ranaut: বলিউড অতীত দক্ষিনে কঙ্গনা


নিজস্ব প্রতিবেদন: বলিউড জুড়ে সর্বত্রই রাজ করছেন বলি কুইন কঙ্গনা রানাওয়াত। তার অভিনয়ের পাশাপাশি তার কাটছাঁট কথাকেও পছন্দ করে অনেকেই। তবে,বলিউড নয় এবার দক্ষিণে কঙ্গনা।

শোনা যাচ্ছে এবার দক্ষিণী ছবিতে কঙ্গনা রানাউতকে চন্দ্রমুখীর চরিত্রে দেখা যাবে। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল তামিল ছবি ‘চন্দ্রমুখী’। তারই হিন্দি ভার্সন ছিল ‘ ভুল ভুলাইয়া’। সম্প্রতি এটারই সিক্যুয়েলে অভিনয় করে প্রশংসা পেয়েছেন টাব্বু, কার্তিক আরিয়ান।

এবার নাকি ‘চন্দ্রমুখী’র সিক্যুয়েল তৈরি হতে চলেছে। পরিচালক পি. ভাসুর পরিচালনায় নতুন ছবিতেই অভিনয় করতে চলেছেন কঙ্গনা। সম্প্রতি সেই আভাস দিচ্ছ কঙ্গনার ইনস্টাগ্রাম স্টোরি। অভিনেত্রী একটি স্টোরি শেয়ার করেছেন। সেখানে লেখা ‘পরিচালক পি. ভাসুর সঙ্গে আরও একটি তামিল ছবিতে অভিনয় করতে পারা সৌভাগ্যের’।

আরও পড়ুন:  Raj Chakraborty: মিঠুন চক্রবর্তীকে রাজের চিঠি, ঠিক কি কারণে লিখলেন এই পত্র ?

Featured article

%d bloggers like this: