নিজস্ব প্রতিবেদন: বেশ কিছুদিন ধরে ব্যস্ত ছিলেন অভিনেতা কারণ সিং গ্রোভার। সবেমাত্র বাবা হয়েছেন তিনি, বাবা হওয়ার জার্নিতে কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। বাবা হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই জিমে ঘাম ঝরাতে ছুটিলেন অভিনেতা। ঘাম ঝরানোর পরেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঘাম ছাড়ানোর পরের মুহূর্তের বেশ কিছু ছবি। যা দেখে রীতিমতো ভিমরি খেয়েছেন নেট নগরের মহিলারা।
শীত পড়তে না পড়তেই মহিলাদের মনে গরম দিতে এই ধরনের ছবি পোস্ট করে রীতিমতন কাঠ লাগিয়ে দিয়েছে নতুন বাবা। মাঝেমধ্যেই ঘাম ঝরানোর ছবি বা ভিডিও পোস্ট করেন মিডিয়ায়। অভিনেতা যে ফিটনেস ফ্রিক তা তার শরীর দেখলেই বোঝা যায়।
রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন জিম থেকে বেশি দিন দূরে থাকেন না করণ। তবে সন্তান হওয়ার আগের বেশ কিছুদিন ঘুঘু মাকে সময় দিতে বাড়িতেই কাটিয়েছেন অভিনেতা। তবে এবার ফের জিমে ফেরার পালা।