নিজস্ব প্রতিবেদন: সব সময়ই বি- টাউন তৈরি থাকে নতুন চমকের অপেক্ষায়। আর এবার দর্শকদের নতুন চমক দিয়ে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবানী নয়া জুটি নিয়ে হাজির বলিউড। ‘সত্যপ্রেম কি কথা’ বলতে হাজির কার্তিক কিয়ারা।






কারণ এবার সমীর বিদ্বানের হাত ধরে আসতে চলেছে নতুন ছবি ‘সত্যপ্রেম কি কথা’। এই ছবিতেই কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীকে জুটি বাঁধতে দেখা যাবে। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির প্রথম দফার শুট। ছবির শুট শেষ হতেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কার্তিক আরিয়ান একগুচ্ছ ছবি পোস্ট করে কেক কেটে দিনটা সেলিব্রেট করে গোটা টিম।