নিজস্ব প্রতিবেদন: বিটাউনের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা কার্তিক আরিয়ান। অভিনয়ের পাশাপাশি তার সুঠাম শরীরের জন্য দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। তবে অভিনয় শুরুর দিনগুলো মোটেই এতটা গ্ল্যামারেস ছিল না বলেই জানিয়েছেন নায়ক। তার কথায় তার পাঁচটি ছবি হয়ে যাওয়ার পর তিনি প্রথমবার থার্ড হ্যান্ড গাড়ি কেনেন একটি। যার দাম ৬০ থেকে ৬৫ হাজার টাকার মধ্যেই ছিল।
তার আগে পর্যন্ত রেড কার্পেট হোক বা যেকোনো অ্যাওয়ার্ড ফাংশনে তিনি যেতেন অটল করে অথবা কারুর থেকে লিফট চেয়ে। রীতিমতনে নিজের পাই পাই জমিয়ে নিজের প্রথম গাড়ি কেনেন নায়ক। আর এই গল্পই ভাগ করে নিতে কি অভিনেতা জানিয়েছেন দ্য স্ট্রাগলের গল্প বলতে নয় বরং মজার বেশ কিছু অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্যই তিনি এই ঘটনা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে।
এ পাশাপাশি অভিনেতা জানিয়েছেন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে নায়ক হয়েছেন তিনি তাই অহেতুক তারকা হওয়া নিয়ে মাথা ব্যথা নেই তার। মাটিতে পা রেখে চলতে ভালোবাসেন বলি টাউনে এই নায়ক। মাঝেমধ্যেই বিরাট বহুল গাড়ি থামিয়ে জুহুর রাস্তার ধারের দোকান থেকে খাবার কিনে ডিকির উপর রেখে তা আমেজ করে খান কার্তিক।