25 C
Kolkata

KL Rahul- Athiya Shetty Wedding:চার হাত এক হচ্ছেসুনীল কন্যে ও রাহুলের


নিজস্ব প্রতিবেদন: বলিউড জুড়ে বর্তমানে বিয়ের মরশুম। গত কয়েকদিন ধরেই বি- টাউনের ওলিতে গলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সুনীল শেট্টি কন্যে আথিয়া শেট্টি। অবশেষে হাজির সেই শুভক্ষণ।

গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল ভারতীয় ক্রিকেট টিমের ভাইস ক্যাপ্টেন কেএল রাহুল ও অভিনেতা সুনীল শেট্টির কন্যা অভিনেত্রী আথিয়া শেট্টি সাত পাকে বাঁধা পড়তে চলেছে। এই বিষয়ে এতদিন কেউ মুখে না খুললেও মেয়ের বিয়ের প্রসঙ্গে মুখ খুলেন অভিনেতা সুনীল শেট্টি নিজেই।

বিগত তিন বছর ধরে আথিয়া শেট্টি ও কেএল রাহুল সম্পর্কে রয়েছে। এই মুহূর্তে রাহুল ব্যস্ত। সামনেই তার এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে। এই সেই সব ব্যস্ততা মিটে যেতেই চার হাত এক হবে রাহুল আথিয়ার।

আরও পড়ুন:  New Web Series: প্রেমের মাসেই প্রকাশ্যে ঋষভ-ঐশ্বর্যর 'একলা ঘর'

Featured article

%d bloggers like this: