নিজস্ব প্রতিবেদন: আপনিও কি চান কোয়েলের মত সুন্দর হতে। আসল, যত দিন বাড়ছে ততই তার রূপ ঝড়ে ঝড়ে পরছে। এক ছেলের মা হয়ে গেলেও আজও তার রূপের ছটায় মাতোয়ারা টলিপাড়া। তিনিই হলেন হচ্ছে টলি সুন্দরী কোয়েল মল্লিক।

নেট পাড়া কাঁপাতে সবসময় হাজির হন রঞ্জিত কন্যা। কোয়েলের এই গ্ল্যামারাস লুক আর মারকাটারি ফিগারের রহস্য জানতে উৎসুক আমজনতা।



২০০৩ সালে জিৎ-এর সাথে জুটি বেঁধে নাটের গুরু সিনেমা দিয়ে কোয়েলের অভিনয় জীবনে হাতে খড়ি। কোয়েল তার প্রথম ছবিতেই দর্শকের মন জয় করে নিয়েছিলেন। তারপর একের পর এক ছবি করে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন কোয়েল। কিছু দিন আগেই মা হয়েছেন কোয়েল মল্লিক। ছেলে হওয়ার পর কিছুটা ছেলেকে নিয়ে ব্যস্ত থাকলেও বর্তমানে ফের লাইমলাইটে কোয়েল।