22 C
Kolkata

Kriti-Prabhas: কৃতির সামনে হাঁটু মুড়ে বসে প্রেম নিবেদন করলেন প্রভাস

নিজস্ব প্রতিবেদন : আদিপুরুষ সিনেমার সেটে পরিচয়, সেখান থেকেই বন্ধুত্ব আর এখন বি টাউনে গুঞ্জন যে তারা প্রেম করছেন। যদিও সেই কথা অভিনেতা বা অভিনেত্রী কেউই স্পষ্টভাবে জানাননি তবে কৃতির বন্ধু, বরুণ ধাওয়ান তাদের নতুন ছবি ভেরিয়ার প্রচারে এসে জানিয়েছিলেন কৃতির নাম নেওয়া হয়নি যার কাছে বন্দী হয়ে রয়েছেন তিনি এখন মুম্বাইতে নেই দীপিকা পাডুকোন এর সঙ্গে শুটিংয়ে ব্যস্ত।

আর সেখান থেকেই সকলে বুঝে চান প্রোজেক্টের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন দীপিকার সঙ্গে প্রভাস, সুতরাং প্রভাসের সঙ্গেই কৃতি প্রেম করছেন। সম্প্রতি শোনা যাচ্ছে, আদিপুরুষ ছবির সেটে তাদের মন দেওয়া-নেয়ার পর্ব এতটাই গভীর পর্যায়ে যায় যে, প্রভাস কৃতির সামনে হাঁটু মুড়ে বসে প্রেমের প্রস্তাব দেন।

আরও পড়ুন:  Tollywood:আর্থিক কেলেঙ্কারি প্রসঙ্গে টলিউডের আরও বড় মাথাদের নাম ফাঁস

যদিও তাতে একটু হলেও হকচকিয়ে গিয়েছিলেন অভিনেত্রী তবে সাথে সাথে প্রভাসকে হ্যাঁও বলে দেন তিনি। এমনকি এও শোনা যাচ্ছে পরিবারের তরফ থেকেও কথাবার্তা এগিয়েছে অনেকটা। আদিপুরুষ ছবিটির মুক্তি পাওয়ার পরে দুজনে বাগদান পর্ব সেরে ফেলবেন।

Featured article

%d bloggers like this: