নিজস্ব সংবাদদাতা: মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলো বামেরা।প্রতিবাদ, বিক্ষোভ বারাসতে।বারাসত চাঁপাডালি মোড়ে কোভিড মোকাবেলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চরম ব্যর্থতা, দুর্নীতি ও কালোবাজারির প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ ভারতের কমিউনিস্ট পার্টি বারাসাত পশ্চিম-উত্তর এরিয়া কমিটি পক্ষ থেকে পালিত হয়। রবিবার সকালে চাপাডালি মোড়ে রাজ্য ও কেন্দ্র সরকারের চরম ব্যর্থতা ও দুর্নীতির প্রতিবাদে সরব হয় ভারতের কমিউনিস্ট পার্টি বারাসাত পশ্চিম-উত্তর ইন্ডিয়া কমিটি। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান ও দিতে থাকে।বাজারে অগ্নিমূল্য জিনিসের দাম নিয়েও সরব হন তারা।
তাদের দাবি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, গন পরিবহন ব্যবস্থা সম্পূর্ণরূপে চালনা করা, প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ না দেওয়ার, প্রতিবাদে তারা বারাসাত চাপাডালি মোড়ে পেট্রোল পাম্পের সামনে তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামেদের বিক্ষোভ
