19 C
Kolkata

দুজনের প্রতি দুজনের ভালোবাসা আজ আমাদের এক করেছে – ক্যাটরিনা

নিজস্ব সংবাদদাতাঃ আর কোনও লুকোছাপা নেই। নিজেই নিজের বিয়ের ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করে নিলেন ক্যাটরিনা। ছবি শেয়ার করার সাথে সাথেই লাইকের বন্যা বয়ে যায়।

৮ মিলিয়নেরও বেশি লাইক পড়েছে মাত্র ১০ ঘন্টায়। অনেকেই বলেছেন মানায়নি দুজনকে কিন্তু শুভাকাঙ্খীর অভাব পড়েনি দুজনের। নব বিবাহিত তারকা জুটিকে অভিনন্দনের চাদরে মুড়ে দিয়েছে তাঁদের ভক্তরা।

ক্যাটরিনা চারটি বিয়ের ছবি শেয়ার করে নিয়ে লেখেন ” আমাদের দুজনের প্রতি দুজনের ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকে আমাদের এই জায়গায় নিয়ে এসেছে।”

নববিবাহিত জুটিকে সুভ্ভেছা জানিয়ে কমেন্ট করেছেন বলিউডের সব তারকারা।

Featured article

%d bloggers like this: