নিজস্ব প্রতিবেদন: মালাইকা অরোরা এই নামটাই যথেষ্ট অনুরাগীদের বুকের ধুকপুকানি বাড়ানোর জন্য। এজ ইজ জাস্ট আ নাম্বার এই চলতি কথাকেই বারেবারে সত্য প্রমাণ করে এগিয়ে চলেছেন বি-টাউনের ‘ছাইয়া ছাইয়া’ গার্ল মালাইকা।বয়স যাই হোক না কেন অভিনেত্রী শরীরে বয়সের চিহ্নমাত্র নেই। যত দিন বাড়ছে ততই যেন হটনেস উপচে পরছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন কারণে কটাক্ষের শিকার হয়েছেন মালাইকা অরোরা। তবে, এবার মালাইকা চৰ্চায় এক যুবকের গায়ে পড়া নিয়ে।

বি-টাউনের অলিতে গলিতে মালাইকার ফিগার নিয়ে আজও চর্চা হয়। বয়স যতই বাড়ুক না কেন অভিনেত্রীর গ্ল্যামার একাধিক নায়িকাদের রীতিমত টেক্কা দিচ্ছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ মালাইকা। বেশ কিছু দিন ধরে বয়ফ্রেন্ড অর্জুন কপূরের সঙ্গে রোম্যান্সের জন্য শিরোনামে অভিনেত্রী। মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের প্রেমের গুঞ্জন বহু পুরনো। বি-টাউনের কান পাতলেই শোনা যায় আরবাজ খানের সঙ্গে দাম্পত্য জীবন কাটানোর সময়ই অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা। সলমন খানের কোপে পড়ার ভয়ে ও বাবা বনি কাপুরের অসম্মতির জন্য মাঝে কয়েকবছর মালাইকার থেকে দূরে সরে আসেন অর্জুন। পরে আবারও তাঁদের সে সম্পর্ক জোড়া লাগে।

এবার অভিনেত্রী সেলফি তুলতে গিয়ে রীতিমতো ঘাড়ে এসে পড়ে নিয়ে! যদিও মালাইকা নয় অভিনেত্রীর ঘাড়ে এসে পড়লেন এক যুবক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে বিমানবন্দরে মালাইকা আর দেখেই এক যুবকের আবদার সেলেবের সঙ্গে একটা সেলফি তোলার। মালাইকাকে কাছে পেয়ে এমনটাই আবদার করলেন যুবক। ফোন নিয়ে সোজা এগিয়ে যেতেই গণ্ডগোল। ছবি তুলতে গিয়ে ঘাড়ের উপর গিয়ে যুবক পড়তেই ক্ষেপে লাল মালাইকা! যুবককে ধাক্কা দিয়ে সরিয়ে এগিয়ে যান অভিনেত্রী।