24 C
Kolkata

Manoj Tiwari: ৫১ বছর বয়সে ফের বাবা হতে চলেছে মনোজ তিওয়ারি


নিজস্ব প্রতিবেদন:
ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোজ তিওয়ারি। তার ফ্যানেদের সংখ্যাও নেহাত কম নয়। ৫০ পেরিয়ে বয়স ৫১ তে পা দিলেও আজও তার প্রাণবন্ত স্বভাব নজর কাড়ে দর্শকদের। কিন্তু একী কান্ড এবার নাকি ৫১ বছর বয়সে বাবা হতে চলেছেন মনোজ?

৫১ বছর বয়সে ফের বাবা হতে চলেছেন অভিনেতা এই ঘটনায় হতবাক সকলেই। আর সে কথা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন মনোজ তিওয়ারি। সেই ভিডিওতে অভিনেতা পত্নীর সাধভক্ষনের দৃশ্য দেখা গিয়েছে। সেই ভিডিও শেয়ার করে অভিনেতা মনোজ তিওয়ারি লেখেন, ‘কিছু আনন্দকে শব্দে বর্ণনা করা যায়না। এই মুহূর্তগুলিকে অনুভব করতে হয়’।

মনোজের এই ভিডিও ভাইরাল হতেই তার পোস্টে শুভেচ্ছার বন্যা। অনেকেই সেই পোস্টে কমেন্ট করে লেখেন ,‘ঈশ্বরের কৃপা সবসময় আপনাদের সঙ্গে থাকুক। দুজনকেই অনেক অভিনন্দন’। কেউ তো আবার লেখেন, ‘নতুন অতিথির জন্য অনেক শুভেচ্ছা রইল’। যদিও মনোজ তিওয়ারি ফের বাবা হচ্ছেন কিনা সেই বিষয়ে সঠিক কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:  Ayushmann Khurrana:আয়ুষ্মানের 'ভার্টিগো' শুটিংয়ে বাঁধা

Featured article

%d bloggers like this: