নিজস্ব প্রতিবেদন : মানসী সেনগুপ্ত নামটা বললে না চিনতে পারলেও, পায়েল সেন কে নিশ্চই মনে রয়েছে সকলের। জনপ্রিয় ধারাবাহিক ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করে যেমন নজর কেড়েছিলেন কর্ণ সেন ওরফে ক্রুশাল এবং রাধিকা ওরফে স্বস্তিকা।
ঠিক তেমনি নজর কেড়েছিলেন ধারাবাহিকের ভিলেন পায়েল সেন ওরফে মানসী সেনগুপ্ত। অভিনেত্রী অভিনয় দিয়ে সকলের মন কাড়লেও অনেকেই জানেননা বাস্তবে এই ধুরন্দর খলনায়িকা ঠিক কেমন ! সম্প্রতি এই খলনায়িকা দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসেছিলেন তাঁর বোনকে নিয়ে। হঠাৎকরে দেখলে কেউ বুঝতে পারবেনা যে মানসী আর কে রাইমা।
মাত্র চার বছর হয়েছে অভিনয় জগতে পা দিয়েছেন। এর মধ্যে নিজের পায়ের তোলার মাটি শক্ত করে ফেলেছেন অভিনেত্রী। এবার বোনকেও নিয়ে এসেছেন অভিনয় জগতে। ইতিমধ্যেই তার বোন কালার্স বাংলায় একটি ধারাবাহিকে কাজ করছেন। রাইমা জানিয়েছেন তাঁর দিদি তার অনুপ্রেরণা।