22 C
Kolkata

Mia Kalifa: বিগ বসে এবার মিয়া খালিফা

নিজস্ব প্রতিবেদন: বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, বিগ বস-এ নাকি এবারে দেখা যেতে চলেছে মিয়া খালিফাকে। যদিও বিগ বস শুরু হয়ে গিয়েছে প্রায় পঞ্চাশ দিনের বেশি হয়ে গেছে। কিন্তু তারপরও শোনা গিয়েছিল ওয়াইল্ড কার্ডের মাধ্যমে বিগবস এর ঘরে ঢুকতে চলেছেন মিয়া।

শুধুমাত্র এইবার নয় এর আগেও ২০১৫ সালে একবার সোনা গিয়েছিল নীল দুনিয়ার এই অভিনেত্রী নিতে পারেন বিগ বসে। তবে সেই সময় তিনি টুইট এর মাধ্যমে জানিয়েছিলেন এমন কোন শোতে তিনি অংশগ্রহণ করছেন না।

তবে এইবারে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি অভিনেত্রী তরফ থেকে। সকলেই এখন অপেক্ষা করে আছে এটা জানার জন্য যে সত্যি কি বিগ বসের ঘরে এবারে দেখা যেতে চলেছে নীল পর্দার অভিনেত্রী মিয়া খলিফাকে।

আরও পড়ুন:  রমজানের চতুর্থ দিনেই মা হলেন অভিনেত্রী মাহিয়া!

Featured article

%d bloggers like this: