22 C
Kolkata

Mimi Chakraborty: মুক্তি পেল ‘মিনি’র ট্রেলার

নিজস্ব প্রতিবেদন : মৈনাক ভৌমিক পরিচালিত ‘মিনি’ ছবি ৬ মে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। রাহুল ভঞ্জের ‘স্মল টক আইডিয়াস’-এর প্রোডাকশন এবং অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর প্রথম প্রযোজিত এই ছবির পরিচালক মৈনাক ভৌমিক যে বহুদিন পর একটা অন্যস্বাদের ছবি নিয়ে আসতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলা ছবি মিনি-তে দুই অসমবয়সী বন্ধুর গল্প বুনেছেন ফিল্ম মেকার মৈনাক ভৌমিক। ছবিতে দুই বন্ধু সম্পর্কে হলেন মাসি এবং বোনঝি। অর্থাৎ তিতলি ও মিনি। তাঁদের দুজনের মধ্যে একজন অনেকটা লম্বা হতে চায়।

আবার অপরজন অনেক বড় হতে চায় । মিনি এবং তিতলিকে কেন্দ্র করে এগিয়ে চলে ছবির গল্প। ছবিতে মিনির ভূমিকায় অভিনয় করবেন অয়ন্যা চট্টোপাধ্যায়। এবং তিতলির চরিত্রে অভিনয় করেন টলি অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। উল্লেখ্য, ২০২১ সালে জিতের সঙ্গে ‘বাজি’ ছবি পর ‘মিনি’ ছবি দিয়ে বড়পর্দায় ফিরছেন মিমি চক্রবর্তী।এদিকে মডেলিং হোক বা ফটোশ্যুট একের পর এক বাডউন্ডারির বাইরে বল পাঠাচ্ছেন টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী । মিমি চক্রবর্তী ছাড়া এই ছবিতে অভিনয় করবেন মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক এবং কমলিকা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  Akanksha Dubey: হোটেলের ঘরে উদ্ধার ভোজপুরী অভিনেত্রীর ঝুলন্ত দেহ

শিশু শিল্পী হিসেবে কাজ করছেন অয়ন্যা চট্টোপাধ্যায়। মৈনাক ভৌমিক পরিচালিত ‘মিনি’ ছবি ৬ মে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। দেখার অপেক্ষায় সবাই। তবে মৈনাক ভৌমিক নতুন প্রজন্মকে নিয়ে চিন্তা ভাবনা করে বেডরুম, আমরা-র মতো ছবি বানিয়েছেন। ছোট পর্দায় মাসি -বোনজি সম্পর্ক দেখা গেলেও, বস্তাপচা কনসেপ্ট থেকে বরাবরাই এগিয়ে মৈনাক ভৌমিক। তার ছবিতে আধুনিকতার সঙ্গে মন ছুয়ে যাওয়ার কিছু মুহূর্তে সব সময়ই থাকে। তা সে তিনি যাকেই ছবিতে নিন না কেন। তাই বলার অপেক্ষা রাখে না, এই ছবি বাংলা দর্শকদের ক্ষিদে মেটাবে।

Featured article

%d bloggers like this: