নিজস্ব প্রতিবেদন: তারা হলেন টলিপাড়ার বোনুয়া। টলিপাড়ার দুই তারকা সাংসদ নিজের বোন না হলেও একে অপরকে তারা ভারী ভালোবাসে। নিশ্চয় বুঝে গিয়েছেন বোনুয়া স্টোরি মানেই কথা হচ্ছে তারকা সাংসদ মিমি চক্রবর্তী ও তারকা সাংসদ নুসরত জাহানকে নিয়ে। কিন্তু কি কান্ড, এবার কি পথ আলাদা নুসরত মিমির?

টলিপাড়ার দুই নামকরা অভিনেত্রী মিমি নুসরত একে অপরকে বেশিদিন থাকতে পারে না। সেটা কোথাও ঘুরতে যাওয়া হোক কিম্বা বিশেষ কোনও অনুষ্ঠান। বেশিরভাগ সময়ে একই ফ্রেমে দেখতে পাওয়া যায় মিমি নুসরতকে। কিন্তু একি হলো হঠাৎ মিমি নুসরতের মধ্যে। বাংলাদেশেই রয়েছেন মিমি নুসরত কিন্তু একে অপরের সঙ্গে নেই তারা।

সম্প্রতি বাংলাদেশে গিয়েছেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান । অপরদিকে বাংলাদেশ গিয়েছেন মিমি চক্রবর্তীও। একই জায়গায় দুই অভিনেত্রী থাকা সত্ত্বেও একই ফ্রেমে দেখা যাচ্ছে না মিমি-নুসরতকে।
