28 C
Kolkata

Mir Afsar Ali: আলাদাভাবে শুভেচ্ছা জানালেন মীর

নিজস্ব প্রতিবেদন : দর্শকের কাছে একটা আলাদা রকমের ভালোবাসা বরাবরই পেয়ে এসেছেন মীর। এবারেও ভক্তদের ভালোবাসা পেলেন আলাদাভাবে। সম্প্রতি মীর একটি ভিডিও শেয়ার করে নেন তাঁর ভক্তদের সঙ্গে। সেখানে তাঁকে দেখা যাচ্ছে পরনে সাদা কুর্তা-পাজামা। মাথায় ফেজ টুপি। আর ঠিক পিছনেই দুর্গামূর্তি। তার সামনে দাঁড়িয়েই ভিডিওয় ইদের শুভেচ্ছা জানালেন মীর আফসার আলি।

সেইসঙ্গে ক্যাপশনে লিখলেন, “ইদের নামাজে আজ সকল সম্প্রদায়ের জন্য দোয়া করলাম। আপনারা খুব ভাল থাকবেন।” ওই একই ভিডিওতে অক্ষয় তৃতীয়ারও শুভেচ্ছা জানিয়েছেন মীর। সেই ভিডিওর কমেন্টবক্সে অনুরাগীরাও পাল্টা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। আসলে মানবতাই শ্রেষ্ঠ ধর্ম- একথা মনেপ্রাণে বিশ্বাস করেন মীর আফসার আলি। তাঁর মন্তব্যে, পোস্টে একাধিকবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা ফুটে উঠেছে। দুর্গাপুজো-দিওয়ালি হোক কিংবা ইদ-ক্রিস্টমাস, শুভেচ্ছা জানান বন্ধু-বান্ধব, অনুরাগীদের।

আরও পড়ুন:  Uorfi Javed: কি কান্ড!ফোনে নয় এবার পরনে সিম কার্ড উরফির
আরও পড়ুন:  Web Series: ভিঞ্চি ভারতী একাডেমী-তে পড়তে হবে IIC পরীক্ষায় বসতে গেলে

গতবছর গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় ধ্বজাধারীদের কটাক্ষের শিকার হয়েছিলেন। এমনকী, রেডিও চ্যানেলের ভিডিওতে শিব সেজেও কটুক্তি, সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল সঞ্চালক-অভিনেতাকে। তবে কোনওদিনই সেসব রক্তচক্ষুকে পাত্তা দেননি। বরং আজ, ইদের দিনেও সকল সম্প্রদায়ের মানুষের জন্য প্রার্থনা করেছেন।খুশির ইদ। মঙ্গলবার সকাল থেকেই নেটদুনিয়ায় শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে চলেছে।

Featured article

%d bloggers like this: