নিজস্ব প্রতিবেদন : বিনোদন জগতে ফের শোকের ছায়া। বিনোদন জগতে নতুন প্রতিভাবান সঞ্চালক অরিজিৎ। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে সকলের অপেক্ষা প্রার্থনা কে ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ২৬ সেপ্টেম্বরে। জনপ্রিয় সঞ্চালক মীর আফসার আলীর সঙ্গেও তার আলাপ ছিল।
তাই তার মৃত্যুতে শোকাতর হয়ে পড়েছে মীর। বিনোদনদ দুনিয়ায় প্রতিভাবান সম্পাদক অরিজিৎ এর মৃত্যুতে শোক প্রকাশ করে মীর লিখেছেন -“গত রাতে একজন তরুণ এবং প্রতিভাবান অ্যাঙ্করকে হারিয়েছি। অরিজতের শেষ দেখা বোধহয় বছর দুয়েক আগে। মিষ্টি ব্যবহার এবং শেখার আগ্রহ প্রচুর।

একটু আগে রাই ধরিত্রি দুঃসংবাদ দিল। অসুস্থ ছিল। সেরে উঠলো না। মন খারাপের দিনটা এল পুজোর মরশুমে। গভীরভাবে মর্মাহত।” মীরের এই পোস্ট চোখে পড়ার পরেই অনেকে কমেন্ট করে জানিয়েছেন চোখ বার্তা।