নিজস্ব প্রতিবেদন : বাংলার সব থেকে চর্চিত ধারাবাহিকের মধ্যে মিঠাই ধারাবাহিকটি অন্যতম। ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র থেকে ধারাবাহিকের গল্প সবকিছুই সাধারণ দর্শকদের মন কেড়েছে। দীর্ঘদিন ধরে বেঙ্গল টপার ছিল এই মিঠাই। তবে ধীরে ধীরে টিআরপি তা লিখে নিচের দিকে নামতে শুরু করার পরেই ধারাবাহিক এল নতুন চমক। দেখা গেল মারা গিয়েছেন মিঠাই।
অর্থাৎ এই ধারাবাহিকের মুখ্য চরিত্র। তার বদলে গেলেন তারই মতন দেখতে মিঠি। মিঠাইয়ের ফেলে যাওয়া ফাঁকা জায়গায় মিঠি ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করতে শুরু করেছে। এমনকি ধারাবাহিকের একটি পর্যায়ে এসে এও দেখা গিয়েছে যে, মিঠাইয়ের উচ্ছে বাবুর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে মিঠাইয়ের মতন দেখতে মিঠির। তবে এবার আর মিঠির সঙ্গে উচ্ছে বাবুর কোন সম্পর্ক থাকবে না। কারণ দর্শকদের অপেক্ষার অবসান ঘটে গিয়েছে।
উচ্ছে বাবুর সঙ্গে মিঠাই কি যে মানায় তা বারবার বলেছেন দর্শকেরা। আর সেই কথা নির্মাতাদের কান পর্যন্ত পৌঁছাতেই তারা সিদ্ধান্ত নেয়া থেকে আবার ফেরানো হবে সিরিয়ালে। সেই অনুযায়ী, ইতিমধ্যেই মিঠাইয়ের ধারাবাহিকের বাপাসির প্রোমো শুট হয়ে গিয়েছে। প্রমো এসে গিয়েছে মানুষের কাছে। যা দেখে এখন সকলের মনে প্রশ্ন উঠছে যে তাহলে মিঠির কি হবে!