নিজস্ব প্রতিবেদন : অভিনেতা মনোজ বাজপেয়ী সম্প্রতি সিনেমা বিষয়বস্তু সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেন, ছবিতে আর কেউ অভিনয় দেখেনা, পুরো বিষয়টা বক্স অফিস কালেকশন এবং সংখ্যার উপর নির্ভর করছে। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, লোকেরা সিনেমার বিষয়বস্তু এবং অভিনয় সম্পর্কে কথা বলতে ইচ্ছুক নয়। তিনি আরও বলেন, সবাই সংখ্যায় আটকে আছে। ওটিটি প্ল্যাটফর্মগুলিকে ‘আশীর্বাদ’, প্রতিভাবান অভিনেতাদের কাজে ব্যস্ত দেখা ‘আনন্দের’ বলে উল্লেখ করেছেন তিনি। গত কয়েক মাসে, বেশ কয়েকটি বড় বাজেটের ছবি সিনেমাহলে মুক্তি পেয়েছে।

বক্স অফিসে সেই ছবির কালেকশন দুর্দান্ত। ‘আরআরআর’ মাত্র চার সপ্তাহে ২৪৬ কোটি টাকা সংগ্রহ করেছে। মুক্তির ১৬ দিনের মধ্যে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ‘কেজিএফ চ্যাপ্টার ২’ মুক্তির প্রথম দিনে ১৩৪.৫০ কোটির ব্যবসা করেছে। পরে এটি ১০০০ কোটির গণ্ডিও অতিক্রম করেছে।

বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’, ছোট বাজেটের ছবি। বক্স অফিসে ২৫০ কোটির ব্যবসা করেছে এই সিনেমা। অভিনেতা আরও বলেন, ‘ছবিটা কেমন হয়েছে, সেই নিয়ে কেউ আলোচনাই করে না! পরিবেশন কেমন, সেই নিয়ে কথা বলতে কেউ রাজি নয়। অন্যান্য ডিপার্টমেন্টের কী অবদান আছে? আসলে আমরা ১০০০ কোটি, ৩০০ কোটি, ৪০০ কোটির মধ্যে ফেঁসে আছি।