22 C
Kolkata

ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন নুসরত-নিখিল!

নিজস্ব সংবাদদাতা : সাংসদ হওয়ার ঠিক পরেই বিয়ে সেরেছিলেন। তুরস্কে হয়েছিল ডেস্টিনেশন ওয়েডিং। সুখের সেই দাম্পত্যে ফাটল ধরেছে! বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় শোনা যাচ্ছে এই গুঞ্জন। তাতে আবার নতুন করে ঘৃতাহুতি পড়ল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি স্ক্রিনশটে।

যার ভিত্তিতে ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন নুসরত জাহান এবং নিখিল জৈন । এমনকী জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় স্ত্রী নুসরতকে উইশ পর্যন্ত করেননি নিখিল। এতেই জোরদার হয়েছে বিয়ে ভাঙার জল্পনা।

নভেম্বর মাসের ১৬ তারিখ শেষ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নুসরতের সঙ্গে ছবি আপলোড করেছিলেন নিখিল। পারিবারিক ছবি শেয়ার করে জানিয়েছিলেন দিওয়ালির শুভেচ্ছা। নুসরতের প্রোফাইলে অনেকটা খুঁজে তারপর যুগলের ছবি পাওয়া যাবে।

টিনসেল টাউনে গুঞ্জন, ‘SOS কলকাতা’ ছবির সহ-অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে নাকি নৈকট্য তৈরি হয়েছে নুসরতের। দু’জনে নাকি একসঙ্গে রাজস্থানেও বেড়াতে গিয়েছিলেন। তবে নুসরাত অস্বীকার করে বলছেন যশ-র সঙ্গে কোনও সম্পর্ক তাঁর তৈরী হয়নি।

আরও পড়ুন:  Salman Rakhi: 'সলমন ভাইকে ছেড়ে দিন' গ্যাংস্টারের কাছে হাতজোড় করে আরজি রাখির

তবে নুসরাত আলাদা থাকার কথা স্বীকার করে নিয়েছেন। অভিনেত্রী জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণেই আলাদা থাকার সিদ্ধান্ত। এরপরই আবার বলেছিলেন, “বাইরে থেকে সবসময় মেয়েদের ভুলই দেখা হয়, কিন্তু সবসময় মেয়েদের ভুল হয় না।”।

ইঙ্গিতপূর্ণ এই কথা কি নিখিলকে উদ্দেশ্য করেই বলেছিলেন টলি বিউটি? সত্যিই কি বিয়েটা দেড় বছরের মাথায় ভাঙতে চলেছে? এই প্রশ্নই করছেন অনেকে।

Featured article

%d bloggers like this: