25 C
Kolkata

Nayika no1: বরফির পর শীলার প্রেমিক ইন্দ্রনীল

নিজস্ব প্রতিবেদন : গোটা বিনোদন জগত চলে, হিরো হিরোইন ছাড়াও জুনিয়র আর্টিস্টদের কাঁধে ভর করে। তবে সেই জুনিয়র আর্টিস্টদেরই খুব একটা বেশি পাত্তা দেয় না সকলে। তবে এবার তাদেরকে কুর্নিশ জানাতে আসতে চলেছে ‘নায়িকা নাম্বার ওয়ান’। কালার্স বাংলায় আস্তে চালাও এই নতুন ধারাবাহিকের প্রমো ইতিমধ্যে মুক্তি পেয়ে গিয়েছে।

প্রোমোতে দেখা যাচ্ছে শীতলা সিকদার শিলা শিকদার এক নম্বর হিরোইন হতে চায়। পেশায় সেই জুনিয়র আর্টিস্ট। তবে সে জেগে যে কেউ স্বপ্ন দেখে নায়িকা হওয়ার। তার দৃঢ বিশ্বাস সুচিত্রা সুপ্রিয়ার পর যদি কেউ নায়িকা হয় তাহলে সেই হবে। তবে নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ের এই স্বপ্ন পূরণ হবে কিনা তা নিয়ে এভাবে এই ধারাবাহিকের গল্প।

আরও পড়ুন:  রমজানের চতুর্থ দিনেই মা হলেন অভিনেত্রী মাহিয়া!

দুঃখ ভুমিকায় অভিনয় করছেন ঋতব্রতা দে। বাংলা টেলিভিশনে যথেষ্ট জনপ্রিয় মুখ তিনি। এবং তার বিপরীতে থাকছেন আয় তবে সহচরী ধারাবাহিকের নায়ক অর্থাৎ বরফি বর টিপু ইন্দ্রনীল চ্যাটার্জী। তবে এখনো প্রমোতে দেখা যায়নি ইন্দ্রনীলের মুখ। তাই এবার সকলে আনুষ্ঠানিক ঘোষণা অপেক্ষা করছে। এই ঘোষণার পরেই জানা যাবে ধারাবাহিক দেখানোর সময়।

Featured article

%d bloggers like this: