25 C
Kolkata

তৃণমূলে ‘তৃণা’ যোগ

নিজস্ব সংবাদদাতা : টলিউড ইন্ডাস্ট্রির তারকারা নিত্যদিন শিবির বদলাচ্ছেন , কেউ ঘাসফুল, তো কেউ পদ্মফুল। আবার কেউ বা রাজনীতির ময়দানে ‘শিক্ষানবীশ’ হিসেবে অভিষেক ঘটাচ্ছেন। বলা ভাল, ‘মুড়ি-মুড়কি’র মতো রাজনীতির ময়দানে পদার্পণ করছেন।

সেই প্রেক্ষিতেই এবার উঠে এল জনপ্রিয় টেলি-অভিনেত্রী তৃণা সাহার নামও। নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা, দুই তারকারই অগণিত অনুরাগীর সংখ্য়া।

নায়িকার আবদারে বিয়ের আসরে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন নবদম্পতিকে আশীর্বাদ করতে। এবার ভোটের মুখে শোনা যাচ্ছে এই তারকাজুটিও নাকি ঘাসফুল শিবিরে যোগ দিতে চলেছেন। নীল-তৃণার শাসকদলে যোগদান নাকি এখন মাত্র সময়ের অপেক্ষা।

উপরন্তু, তাঁদের বিয়েতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি সেই জল্পনা আরও জোরালো করেছে। সম্প্রতি ‘খড়কুটো’ অভিনেত্রীর সহ-অভিনেতা কৌশিক রায় বিজেপিতে যোগ দিয়েছেন। আর তার বিরোধীপক্ষে যোগদানের কথা শোনা যাচ্ছে তৃণার।

আরও পড়ুন:  The Eken Ruddhaswas Rajasthan: সব্বনাশ! কলকাতা ছেড়ে 'রুদ্ধশ্বাস রাজস্থান'- এ ছুটলেন ‘একেন বাবু’

এপ্রেক্ষিতে কী বলছেন নীল -তৃণা ? তৃণা সাহার কথায়, মানুষের জন্য কাজ করতে চান তাঁরা। তবে সেটা কোনও রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকেই যে করতে হবে, এমন নয়।

আবার ভবিষ্যতে রাজনীতির ময়দানে পা রাখবেন কিনা, সেই জল্পনাও উড়িয়ে দেননি।

Featured article

%d bloggers like this: