নিজস্ব প্রতিবেদন: ‘দিলখুশ’ এই নামটা শুনলেই প্রথমে মাথায় আসে মিষ্টির কথা। তবে এবার সেই মিষ্টি প্রেমে পড়লো টলিউডও। প্রতিমুহূর্তে টলিউড বলছে ‘দিলখুশ’।তবে টলিউডের এই ‘দিলখুশ’ রিয়েল নয় রিল। কারণ আসতে চলেছে রাহুল মুখোপাধ্যায়ের দ্বিতীয় ছবি ‘দিলখুশ’।

পোস্টারের পর প্রকাশ্যে ছবির প্রথম গান ‘ বিবাগী ফোন ‘। ছবির গল্প অনুযায়ী চার জুটিকে দেখা যাবে এই ছবিতে। একই ছবিতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মজুমদারকে জুটি হিসেবে। খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্যকে।

অপরদিকে সোহম মজুমদারের সঙ্গে মধুমিতা সরকারকে ও উজান চট্টোপাধ্যায়ের সঙ্গে ঐশ্বর্য্য সেনকে। আগামী ২০ জানুয়ারি মুক্তি পাবে ‘দিলখুশ’। তারই আগে প্রকাশ্যে এলো ছবির প্রথম গান। সঙ্গীতশিল্পীর ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য্য। ছবির প্রথম গান ‘বিবাগী ফোন’- র গোটা ভিডিও জুড়ে ছোট ছোট কোলাজে ভেসে উঠেছে বিচ্ছেদ, প্রেম, বিচ্ছেদের গল্প।
