নিজস্ব প্রতিবেদন: পাড়ার মোড়ে কিংবা মেলায় গিয়ে কিংবা দুর্গাপুজোয় প্রেম আসতে পারে যখন তখন। আর সেই প্রেমের আঙিনায় হাতছানি দিতে পারেন আপনিও। তবে, এবারপ্রেমের সাড়া কি দেবে ‘কুসুম চাঁদ’?সেইনতুন প্রেমের গল্প নিয়ে আসছে ছোটো ছবি “কুসুম চাঁদ”। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে।

পরিচালক দেবাশীষ ঘোষ দস্তিদারের পরিচালনায় এবার নতুন প্রেমের গল্প বলবে “কুসুম চাঁদ”।ছবি প্রসঙ্গে পরিচালক দেবাশিষ ঘোষ দস্তিদারের কথায়,’পাড়ার মোড়ে রতন কাকার চায়ের দোকান। সেখানেই চাঁদু তার বন্ধু বাঁটুল ও রবি কে নিয়ে আড্ডা জমায়, তাদের গানের আসর নিয়ে। তাদের ইতিকথা নামে একটা বাংলা ব্যান্ডও আছে। চাঁদুর দু চোখে দুটো স্বপ্ন, গান গাওয়া এবং প্রেম ফিরে পাওয়া।

রোজকার মতন আজকেও তারা রতন কাকার দোকানে বোসে গান গাওয়ার সময় খেয়াল করে, পাড়ার জনপ্রিয় রোমিও লেবুর সাথে চাঁদুর প্রেম “কুসুম” দেখা করতে এসেছে। কষ্ট সহ্য করতে না পেরে চাঁদুরা একটা গান তৈরি কোরে, কুসুমের উদ্দেশ্যে গাওয়া শুরু করে। তারপর ? কুসুম কি চাঁদুর গানে মোহিত হয়ে তার প্রেমে সাড়া দেয় ? এই নিয়েই আমাদের আজকের গল্প “কুসুম চাঁদ”।