নিজস্ব সংবাদদাতাঃ সাউথ ইন্ডাস্ট্রির সুপার ষ্টার প্রভাস। তবে ” বাহুবলি” সিনেমাটির পর থেকে তাঁর ভক্ত এখনৰ বিশ্ব জোড়া। ”বাহুবলি” দুটি পর্ব বেরোনোর পরে ” শাহ ” মুক্তি পেলেও তাঁর ভক্তরা বহুদিন ধরে অপেক্ষা করে আছে ” রাধে শ্যাম ” সিনেমায় তাঁকে বড়পর্দায় দেখার জন্য।

সেই অপেক্ষা ধীরে ধীরে শেষের মুখেই ছিল বলা চলে। বেশকিছুদিন ধরেই প্রভাস তাঁর ভক্তদের সঙ্গে শেয়ার করেন ” রাধে শ্যাম” ছবির নানা ধরণের পোস্টার এবং সিনেমার গানের ছোট ছোট বেশ কিছু ভিডিও। মাত্র সপ্তাহ খানেক আগেই মুক্তি পেয়েছিল বহুপ্রতীক্ষিত এই ছবির ট্রেলার।
স্বাভাবিক ভাবেই ভক্তদের উৎসাহ ছিল দেখার মতো। বলতে গেলে প্রভাস ভক্তদের জন্য এই সিনেমা ছিল নিউ ইয়ার গিফট। তবে সব কিছুতেই জল ঢেলে দিল করোনা। দেশে আবার covid-19 এর নতুন ভেরিয়েন্ট অমিক্রনের মাত্রা বেড়ে যাওয়ার জন্য বিশ্ব জুড়ে স্থগিত করা হল ” রাধে শ্যাম”।
১৪ জানুয়ারি ২০২২ সালে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবি। তবে আবার এই ছবি বড়পর্দায় দেখার জন্য অপেক্ষায়ে দিন গুনতে হবে প্রভাস ভক্তদের।আশা করা যাচ্ছে এই বছরেই ১৮ মার্চ মুক্তি পেতে পারে বাহুবলি অভিনীত এই নতুন ছবিটি।