নিজস্ব প্রতিবেদন: নোরা ফতেহি নামটা মানেই একটা আলাদা আবেগ। তাঁর শরীরি হিল্লোল দেশের সীমান্ত পেরিয়ে অনেক দূর বিস্তৃত। নোরা ফতেহি -র তুমুল নাচের আদায় মাতোয়ারা নেটদুনিয়া৷ যত দিন যাচ্ছে ততই তার রূপের জাদুতে পাগল হয়ে উঠছে অগণিত ভক্ত।

গানের বিটের সঙ্গে তাল মেলাতে জুড়ি মেলা ভার নোরা ফাতেহির। নোরার লুক থেকে মুভস সবকিছুতেই পাগল তার ভক্তরা। অভিনয়ের পাশাপাশি কিভাবে নেট পাড়ায় শিরোনামে থাকতে হয় তাও ভালো মতই জানে নোরা। পারফেক্ট নাচ আর পারফেক্ট মুভসের জন্য বরাবরই জনপ্রিয়তার শীর্ষে থাকে আরবী কন্যা নোরা। নাচের পাশাপাশি নোরা যে ব্রাইডাল লুকেও মাতাতে পারে তা এবার প্রমাণ হলো।








সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল গোলাপি লেহেঙ্গায় নোরার ব্রাইডাল লুক। ট্রান্সপারেন্ট পোশাকের ফাঁক থেকে উঁকি দিচ্ছে তার বক্ষ খাঁজ। নোরার লাস্যময়ীর বোল্ড লুকেই রাতের ঘুম উড়তে বাধ্য পুরুষদের।