21 C
Kolkata

Sumedh Shinde as Laal Singh Chaddha: ছবি মুক্তির পর বাদ গেল ‘লাল সিং চাড্ডা’ থেকে আমির খানের নাম


নিজস্ব প্রতিবেদন: মুক্তি পাওয়ার পরেই রোষানলে পড়েছিল আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। কিন্তু লালসিং চাড্ডা মুক্তির এতদিন পর জানা যাচ্ছে ছবিতে অভিনয় করেননি আমির খান। লালসিং চাড্ডার ভূমিকায় নাকি আমির খান নন ছিল অন্য কেউ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে লাল সিং চাড্ডা নামের পাশে রয়েছে সুমেধ শিন্ডের নাম। এখন প্রশ্ন তবে কি লাল সিং চাড্ডায় অভিনয় করেননি আমির খান? যদিও এই ধারণা ভুল কারণ ছবিতে সুমেধ শিন্ডে আমির খানের হয়ে ডাবিংয়ের কাজ করেছেন। তাই লাল সিং চাড্ডার কাস্টের জায়গায় রয়েছে সুমেধ শিন্ডের নাম।


বহু প্রতীক্ষা শেষে বড় পর্দায় মুক্তি পায়, বলিউডের চকলেট বয় আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’। যদিও ছবি মুক্তির পর ‘লাল সিং চাড্ডা’- র পকেট গরম থাকলেও কিছুদিন পর থেকেই পকেট হালকা হতে থাকে ছবির। এমনকি ছবি বয়কটের দাবি তুলে ছবির প্রদর্শন পর্যন্ত বন্ধ করার আবেদনও জানানো হয়। যার জেরে ‘লাল সিং চাড্ডা’- র ভাড়ার প্রায় ফাঁকা। কিন্তু মাত্র ৮ সপ্তাহেই ওটটিতে হাজির হয় আমিরের ‘লাল সিং চাড্ডা’।

Featured article

%d bloggers like this: