22 C
Kolkata

Nusrat Jahan: কমলা ব্রা-য়ে উষ্ণ নুসরত

নিজস্ব প্রতিবেদন: বিতর্ক আর তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানের নাম যেন একে ওপরের সঙ্গী। ব্যক্তিগত জীবন হোক বা তাঁর কোন মন্তব্য নেটদুনিয়ায় বিতর্কের অন্ত নেই। কখনও তাঁর স্বামী, তো কখনও প্রেমিক আবার কখনও একরত্তি ইশানকে নিয়েও বিতর্কের মুখে পড়েছেন তিনি।

এমন কি অভিনেত্রীর খোলামেলা পোশাক ঘিরে ও তৈরি হয়েছে নানান বিতর্ক। এবার আরও একবার পোশাক বিতর্কে জড়ালেন নুসরাত জাহান। শনিবার কমলা ব্রা এবং হালকা সাদা এবং নীলের ছোঁয়ায় সুতির লম্বা স্রাগ ও পালাজো পড়ে নেটদুনিয়ায় রীতিমত ঝড় তুলেছেন নুসরাত জাহান।

সঙ্গে খোলা চুল আর কড়ির কানের দুল। কমলা ব্রা-এর ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে তাঁর বক্ষবিভাজিকা।রোদের আড়ালে যেন উপচে পড়ছে ভরা যৌবন। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন ‘সামার ভাইবস’। উষ্ণতার এই মেজাজকে একেবারেই ভালো চোখে দেখেন নি নেটিজেনরা। এই ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে তুমুল শোরগোল। কমেন্টের বক্সে শুরু হয়েছে নিন্দার ঝড়। একের পর এক কুরুচিকর মন্তব্যে ভরে উঠেছে এই পোস্ট।

আরও পড়ুন:  ATK MohunBagan : কোন জায়গায় উন্নতির প্রয়োজন? জানালেন ফেরান্দো 

Featured article

%d bloggers like this: