নিজস্ব সংবাদদাতা:বর্তমানে টলিপাড়ার ওলিতে গলিতে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সে। কারণ অভিনেতা যশের সাথে খুল্লামখুল্লা প্রেম করছেন তিনি। অভিনয়,রাজনীতির কাজ,ছেলেকে সামলানো সবটাই এক হাতে সামলাচ্ছেন তিনি। নিশ্চয়ই বুঝে গিয়েছেন এখানে কথা হচ্ছে তারকা সাংসদ নুসরত জাহানকে নিয়ে। সবে মাত্ৰ কয়েক মাস হলো মা হয়েছেন অভিনেত্রী। কিন্তু একি কান্ড রবিবার ছুটির দিনে কাকে আলিঙ্গনের অঙ্গিকার জানালেন নুসরত?

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে অভিনেত্রী নুসরতের সাথে অভিনেতা যশের প্রেম কাহিনী। গতবছর থেকেই এক ছাদের তলায় থাকছে না নুসরত ও তার স্বামী নিখিল। বেশ অনেক দিন ধরেই নড়বড়ে নিখিল নুসরতের ঘর। নিখিলের বিয়ে ভাঙার গুঞ্জনের মাঝেই শোনা যায় অভিনেতা যশের সাথে নুসরতের প্রেম গুঞ্জন। আর সেই গুঞ্জনে সিলমোহর দিয়ে চলতি বছর আগস্ট মাসে পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তারকা সাংসদ নুসরত জাহান।

ওটিতে নিখিল না থাকলেও নুসরতের পাশে সর্বক্ষণ ছিলেন তার প্রিয় বন্ধু ওরফে অভিনেতা যশ। এমনকি
নুসরত তার ছেলের নাম অভিনেতা yash র নামের সাথে মিলিয়ে ইংরেজি অক্ষর ‘Y’ দিয়ে ঈশান নাম রেখেছেন। বর্তমানে ঈশান যশের সাথে সুখেই ঘর করছেন নুসরত। ইদানিং মাঝেমধ্যেই একসাথে দেখা যায় যশ নুসরতকে। নিশ্চয়ই ভাবছেন সব তো ঠিক থাকে চলছে তাহলে কেনও আলিঙ্গনের অঙ্গীকার জানাচ্ছে নুসরত?

আসলে অভিনয়ের পাশাপাশি সোশ্যালমিডিয়াতেও যথেষ্ট একটিভ নিউ মাম্মা নুসরত। মাঝেমধ্যেই অনুরাগীদের সাথে নিজের মনের ভাব ভাগ করে নেন অভিনেত্রী। সেরকমই রবিবার ছুটির বেলায় খোলা চুলে নো মেকাপ লুকে গ্রে রাঙা পোশাক পরে বিছনার উপর বসে নিউ মাম্মা। দু হাত দিয়ে একটি আকাশি রঙের ডোরেমন পুতুলকে চেপে ধরে রেখেছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘রবিবার একটি আরামদায়ক অলসের দিন। এদিন শুধু বিছানা কাছে ডাকে। শুধু যে কোনও একটি আলিঙ্গন প্রয়োজন’।