24 C
Kolkata

Nysa Devgan: ডার্ক থেকে ব্রাইট কিভাবে হলেন কাজল কন্যা?


নিজস্ব প্রতিবেদন: বলিউডের বিরুদ্ধে বরাবরই অভিযোগ ছিল স্টার কিডসদের নিয়ে রমরমার। সেই তালিকা থেকে বাদ ছিল না অজয় দেবগন কাজল কন্যা নাইসাও। এখনো পর্যন্ত অভিনয় নাম না লেখালেও শোনা যাচ্ছে খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন বলিউড কন্যে। ম্যাজিক করেই আমূল পরিবর্তন সেলেব কন্যের।

বরাবরই কাজল অজয় দেবগন কন্যার নাইসার গায়ের রং ছিল কালো ঘেসা। যাকে মূলত বলে ডার্কসেড। কিন্তু হঠাৎ করে গায়ের রং বদলে ফেললেন সেই। একমাত্র টিভি দেখানো এডের মাধ্যমে ফেয়ারনেস ক্রিম মেখে মুহূর্তে কালো থেকে ফর্সা হওয়া যায়। কিন্তু কাজল কন্যা এত তাড়াতাড়ি কিভাবে গায়ের রঙের পরিবর্তন ঘটালো সেই নিয়ে সকলের মনে ছিল প্রশ্ন।

অবশেষে প্রকাশ্যে এলো নাইস আর গায়ের রং-র রহস্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসার মা অর্থাৎ কাজল জানিয়েছেন সারাদিনই রূপচর্চা করতে ব্যস্ত থাকেন নাইসা। বিভিন্ন ফেয়ারনেস ক্রিম নাইট ক্রিম ইত্যাদি লাগিয়েই নিজের ত্বকের পরিবর্তন ঘটাচ্ছেন অভিনেত্রী কন্যা। যদি এখনও পর্যন্ত প্লাস্টিক সার্জারি করে নি অভিনেত্রী।

আরও পড়ুন:  বারাকপুরের মঙ্গল

Featured article

%d bloggers like this: