নিজস্ব প্রতিবেদন : বিদেশের মাটিতে বাংলার জয় জয়কার। মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবি ‘হাওয়া’ এবার যাচ্ছে অস্কারে। অস্কারের মঞ্চে সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মের লড়াইয়ে বাংলাদেশের ‘হাওয়া’। কুড়া পক্ষীর শূন্যে উড়া এবং হাওয়ার মধ্যে জোর টক্কর ছিল কে যাবে অস্কারের মঞ্চে। সব জল্পনা কল্পনাকে সরিয়ে নিজের গতিতে বেয়ে চলেছে ‘হাওয়া’।
একবার জেলে মাছ ধরতে গিয়ে তারা কি কি ঘটনায় মুখোমুখি হন, কোন কোন নির রহস্য তাদেরকে জড়িয়ে ধরে তা নিয়ে এই ছবি। রহস্যময় এক নারী হোক বা উত্তাল সমুদ্র সবকিছুই দর্শকদের গল্পের শেষ পর্যন্ত বসিয়ে রাখতে পারে। এত সুন্দর সিনেমা হওয়ার পরেও ‘হাওয়া’ ছবির শুটিং শুরুর সময় বিতর্কে জড়িয়ে ছিলেন পরিচালক ও ছবি নির্মাতা।

জানা যায় ছবির একটি অংশ লেখা গিয়েছিল একটি পাখিকে খাঁচায় আটকে রাখা হয়েছিল। আর সেই কারণে বন্যপ্রাণী আইনের তরফ থেকে জানানো হয়েছিল ৩৮,৪১,৪৬ এই তিনটি ধারা অনুসারে পাখিকে আজকে রাখা আইনত অপরাধ। তারপরেই সেই দৃশ্য ছবি থেকে সরিয়ে দেওয়া হয়। এত বাধা-বিপত্তি পেরিয়ে এবার অস্কারের মঞ্চে এই ছবি।