নিজস্ব প্রতিবেদন: চিত্রপরিচালক সত্যজিৎ রায় এই নামটা প্রতিমুহূর্তে দর্শক মনে একটা আলাদা অনুভূতি দেয়। দর্শকদের সেরা উপহার দিয়েছিলেন সত্যজিৎ তার ‘পথের পাঁচালী’। তাইতো আজও সর্বত্র চর্চায় থাকে’পথের পাঁচালী’।

তাই বিশ্বের দরবারে সেরার সেরা তকমায় ‘পথের পাঁচালী’।জানা গিয়েছে, বিশ্বসেরা সিনেমার তালিকায় ভারতীয় সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। কাশ বনের বাগানে রেললাইনের ধার দিয়ে অপু দুর্গার খেলা আজও ভোলেনি বাঙালি।

অপুর প্রতি দুর্গার ভালোবাসায় চোখে জল এসেছিল বহু মানুষের। আজও বেঁচে আছে অপু দুর্গা, বেঁচে আছে তাদের বোরাল। ১৯৫৫ সালে চিত্র-পরিচালক সত্যজিৎ রায়ের অনবদ্য কাহিনী ‘ পথের পাঁচালী’ – র হাত ধরে বাংলা চলচ্চিত্র পেয়েছিল এক নয়া প্রাণ। এই ছবি তৈরির পিছনে ছিল অনেক কালঘাম। সেই কালঘামের জন্যই বোধহয় আজও এই ছবি সেরা।
