নিজস্ব প্রতিবেদন: ছোটপর্দা থেকে যাত্রা শুরু করে বর্তমানে তিনি বড় পর্দার হট অভিনেত্রী পায়েল সরকার। সিনেমার পাশাপাশি বর্তমানে ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। তাঁর খোলা পিঠের উষ্ণ আবেদনে নেট নাগরিকদের নজর কাড়তে দেখা যায় অভিনেত্রীকে।
ছোটপর্দা থেকে বড় পর্দা সর্বত্রই তাদের অবাধ বিচরণ তাঁর। আর এবার তারাই একই সুতোয় বাঁধা পড়তে চলেছে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সোমরাজ অভিনীত ‘জয় কালী কলকাত্তাওয়ালি’। এই ছবিতে রয়েছেন সোহম চক্রবর্তী ও নুসরত জাহান। এই ছবিতে সোমরাজের বিপরীতে দেখা গিয়েছিস সুস্মিতাকে।
সম্পর্ক তো তৈরি হয়েছে ঠিকই তবে সেটা রিয়েল নয় রিলে। কারণ এবার লেখা ও পরিচালিত সায়ন বসু চৌধুরীর নতুন ছবি ‘ভোরের আলো’- তে জুটি বাঁধতে দেখা যাবে পায়েল আর সোমরাজকে। এই ছবির শুটিং শুরুর সম্ভাবনা রয়েছে আগামী মাস, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে। বড়পর্দায় এই ছবি মুক্তি পেতে চলেছে। এই ছবির থাকছেন প্রিয়ঙ্কা ও মৌটুসিও।

ছবির গল্পটি মূলত এগোবে প্রেম নিয়ে।এই গল্পের দুটি চরিত্র রূপসা ও অজয়। একটি দুর্ঘটনায় রূপসা ছোট থেকেই হুইলচেয়ারের ওপর নির্ভরশীল। তাঁর শরীরের একটা দিক প্যারালিসিস। ছোট থেকেই রূপসার খেয়াল রেখেছে অজয়। বাবা ও মায়ের মৃত্যুর পরে থেকেই অজয়ই রূপসার খেয়াল রেখেছে। একে অপরকে বিয়ে করার কথা তাঁদের।গিটার শিখতে আসা একটি মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয় অজয়ের। তাঁর নাম নিরুপমা। কিন্তু অজয় জানায়, রূপসাই তার প্রেম। আর তাই, অন্য কারও কথা ভাবতে নারাজ সে। ছবির শেষে বিয়ের প্রস্তুতি নেয় এই অনস্ক্রিন জুটি।