28 C
Kolkata

Pori Moni: খোলা আকাশের নিচে বেবি বাম্প নিয়ে হাজির পরীমনি


নিজস্ব প্রতিবেদন:
বাংলাদেশী অভিনেত্রী পরীমনি সর্বদাই থাকে চর্চায়। তা হোক রূপের কদর কিম্বা অভিনয়। বর্তমানে অন্তঃসত্ত্বা পরীমনি। প্রকাশ্যে বেবি বাম্প নিয়ে আকাশের নিচে হাজির অভিনেত্রী।

গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে গোপনে বিয়ে করেন পরীমণি। তবে, সেই বিয়ের কথা আড়ালেই রেখেছিলেন সে। জানা যায় পাঁচ নম্বর স্বামীই পরীমনির গর্ভস্থ সন্তানের বাবা। বর্তমানে বেশ কয়েক মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ পরীমণি।

এরই মাঝে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ঢু মারলেই দেখা যাচ্ছ অভিনেত্রীর পরনে ঢিলেঢালা গোলাপি রঙের সুতির ম্যাটারনিটি ড্রেস। খোলা লম্বা চুল, তাতে গোঁজা কাঠগোলাপ। হাতে মেহেন্দির কারুকার্য। পোশাকের উপরেও স্পষ্ট বেবিবাম্প। খোলা আকাশের নিচে দুই হাত ছড়িয়ে দিয়ে পরিবেশের সৌন্দর্য অনুভব করছেন অভিনেত্রী।

আরও পড়ুন:  Madan Mitra: রাত জেগে মদন মিত্রের ঢাকের তালে কোমর দোলালেন শ্রাবন্তী

Featured article

%d bloggers like this: