নিজস্ব সংবদদাতা: জুনের এই মাসটিকে গর্বের মাস (Pride Month) বলা হয়। সমকামী, উভকামী, রূপান্তরকামী, রূপান্তরিত (LGBTQ) মানুষরা নিজেদের অস্তিত্বের জন্য বহুদিন ধরেই লড়াই করে চলেছেন। তাঁদের এই লড়াইকে সম্মান জানাতেই জুন মাসকে গর্বের মাস হিসেবে মানা হয়। এবার লিঙ্গ, বৈষম্যের ঊর্ধ্বে উঠে ভালবাসার বার্তা দিলেন মিমি চক্রবর্তী।
ভালবাসার অধিকার প্রত্যেকের থাকা উচিত এমনটাই মনে করেন মিমি। তাই সেই সম্প্রদায়ের প্রতি সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে একটি জিফ পোস্ট করলেন অভিনেত্রী। যাতে লেখা, “ভালবাসা ভালবাসাই হয়।” পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “ভালবাসা, তুমি আজ গর্বের সঙ্গে উদযাপিত।”
এ বিষয়ে তিনি এক সংবাদমাধ্যমকে জানান, এই মানুষগুলিকে কাছে থেকে দেখেছেন তিনি। দেখেছেন তাঁদের যন্ত্রণা, কষ্ট। তার মতে ভালবাসার স্বাধীনতা সবার থাকা উচিত। মিমির মত , সমাজ এখনও পুরোপুরি বদলাতে পারেনি। তবে তিনি আশা করেন, একদিন ভালবাসা নিজের পথ অবশ্যই খুঁজে নেবে। সততার সঙ্গে কিছু মানুষ ‘প্রাইড মান্থ’ পালন করছেন। এখন যদি ১০০ মানুষ এগিয়ে আসেন, কাল ১ লক্ষ মানুষও এগিয়ে আসতে পারেন।