নিজস্ব প্রতিবেদন: জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধুমাত্র অভিনয় জগতে যে তা নয়, গায়িকা থেকে শুরু করে ফ্যাশন জগৎ হোক বা মিস ওয়ার্ল্ড সকল বিষয়ে দর্শকের মন কেড়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা। সোশ্যাল জগতে এবার সকলের মন জয় করলেন ‘ দেশী গার্ল ‘ এর লুকে।

সোশ্যাল মিডিয়াতে তার পোস্ট করে একটি ছবিতে দেখা যায় স্বামী নিক জোনাসের সঙ্গে হাত ধরে হাঁটছেন তিনি এবং ছবিটি তোলা হয়েছে পিছন থেকে। নিকের পরনে হলদে কলার দেওয়া কালো টি-শার্ট এবং প্রিয়াঙ্কাকে দেখা গেছে কালী ঠাকুরের ছবি আঁকা একটি কারুকাজ করা লাল জ্যাকেটে। অভিনেত্রীর টুকটুকে লাল জ্যাকেটের পিছনে মা কালীর ছবি, সঙ্গে পরেছেন লাল মিনি স্কার্ট এবং ফিশ নেট স্টকিংস। পায়ে পরেছেন রঙিন পিপ টো শ্যু। সামাজিক মাধ্যমে ঝড় তুলে ভাইরাল হয়ে চলেছে এই ছবি।
ছবিটি মন কেড়েছে একাধিক ফ্যাশনিস্টদের। গণমাধ্যমে বেশ নজর কাড়ে অভিনেত্রীর এই জ্যাকেট পড়া এই ছবি। যদিও ছবিটি তিনি নিজে পোস্ট করেছিলেন ২০২০ সালের ২৯ এ ফেব্রুয়ারিতে। তবে ছবিটি আবারও একবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয় অভিনেত্রীর এক ফ্যান পেজের মাধ্যমে।