নিজস্ব প্রতিবেদন: বর্তমানে বেশিরভাগ মানুষই মোবাইল কেন্দ্রিক হয়ে উঠেছে। সিনেমাহলে গিয়ে সিনেমা দেখার দিন এখন শেষ। তাই সিনেমা হল নয় ওটিটিতেই ঝুঁকেছেন বেশিরভাগ মানুষ। সেই দোলায় দুলে এবার ওটিটিতে বুম্বা দা।বহু সময়ের পর এবার প্ল্যাটফর্মের সিরিজে ‘অটোগ্রাফ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার জুবলি-র টিজার শেয়ার করলেন প্রসেনজিৎ।

টিজারের শুরুতেই স্বাধীনতার পরের ভারতবর্ষ সহ লাল রঙের ট্রাম, সারি সারি ধুতি-পাঞ্জাবি পরা সাধরণ মানুষ সবটাই ফুটে উঠছে।বলিউডের জন্মের গল্প নিয়ে লুটেরা-র পরিচালকের হাত ধরেই ওটিটিতে বুম্বা দা।

এই ছবি মূলত বলবে স্বাধীনতার পরবর্তী সময়ের কথা। বলিউডের জন্মের গল্প থেকে নানা ইতিহাস সব কিছুই বলবে এই সিরিজ। সিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অদিতি রাও, রাম কাপুর। সহ অনেককে।
https://fb.watch/jk4kve52ko/