নিজস্ব সংবাদদাতা: বর্তমানে বলিউড তোলপাড় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারি নিয়ে। অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবারই মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয় রাজ কুন্দ্রা। অপরদিকে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। শ্যালিকা শমিতার উপরও নজির ছিল শিল্পা পতি রাজের।
বর্তমানে শ্রীঘরেই রাজ কুন্দ্রা।রাজ কুন্দ্রাকে গ্রেফতারির পরেই ‘হটশটস’ নামের এক মোবাইল ভিডিয়ো অ্যাপের মাধ্যমে মুম্বই এবং তার আশেপাশের এলাকায় শ্যুট করা পর্নোগ্রাফিক ভিডিয়ো ছড়িয়ে দিতেন শিল্পা শেট্টির স্বামী এমনটাই দাবি করেছে মুম্বাই পুলিশ। ২৩ শে জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে রাজ কুন্দ্রাকে। এরই মাঝে বিস্ফোরক তথ্যে কেঁপে উঠল ফের বি – টাউন। অভিযোগ,শ্যালিকা শমিতা শেট্টিকে মাথায় রেখে একটি ছবির প্ল্যানিং সারছিলেন রাজ।
রাজের হটশটস অ্যাপের বেশ কিছু ভিডিয়োর মুখ গহনা বশিষ্ঠ। রাজ কুন্দ্রার পাশাপাশি একই অভিযোগে প্রথমে গ্রেফতার করা হলেও বর্তমানে জামিনে মুক্ত গহনা।
সম্প্রতি অভিযুক্ত মডেল অভিনেত্রী দাবি করেন, ‘শীঘ্রই নতুন অ্যাপ লঞ্চ করবার প্ল্যানিং ছিল রাজ কুন্দ্রার। ওঁনার গ্রেফাতরির দিন কয়েক আগেই আমি ওঁনার অফিসে গিয়েছিলাম। সেখানে জানতে পারি উনি একটি নতুন অ্যাপ লঞ্চ করবার পরিকল্পনা করছেন নাম বলিফেম। ওঁনার পরিকল্পনা ছিল একটা চ্যাট শো, রিয়ালিটি শো এবং মিউজিক ভিডিয়ো ও ফিচার ফিল্ম বানানো সেই অ্যাপের জন্য। সেই ছবিতে বোল্ড সিন যোগ করবার কোনওরকম পরিকল্পনা ছিল না। আমাদের চিত্রনাট্য নিয়েও কথা এগিয়েছিল। তারপর আমরা ভাবলাম শমিতা শেট্টি শিল্পা শেট্টির বোনকে কাস্ট করা হবে একটা ছবিতে। অন্য এক ফিল্ম সাই তামহাঙ্কর-কে মুখ্য চরিত্রে নেওয়ার কথা ভাবা হয়েছিল। আমিই সেই দুটি ছবি পরিচালনা করতাম এবং সেই নিয়ে কথা এগোচ্ছিল’।