নিজস্ব প্রতিবেদন: বহুদিন ধরেই বলিউডের রাজ করেছেন টলিউডের রানি। বাংলার মেয়ে হয়েও হিন্দি পর্দা কাঁপিয়েছেন সুন্দরী অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। আরও একবার রানি হয়ে ফিরছেন সে।

এবার আসতে চলেছে রানি মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’। ছবির গল্প হবে এক সত্যঘটনাকে কেন্দ্র করে। এই ছবিতে রানিকে দেখা যাবে একজন মায়ের ভূমিকায়।

‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’ এই ছবিতে নরওয়েতে বসবাসকারী একজন ভারতীয় মহিলার গল্প বলবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির লুক। সেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছে সাদা গোলাপি জামদানি শাড়ি, সিঁথিতে সিঁদুর অবস্থায়। ২০২৩ সালের ৩ মার্চ ওটিটিতে মুক্তি পাবে ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’।