33 C
Kolkata

Ranveer Singh- Alia Bhatt: রণবীর আলিয়ার হ্যাট্রিক

নিজস্ব সংবাদদাতাঃ ”গলি বয়”-এর সাফল্যের পর, রণবীর সিং এবং আলিয়া ভাট করণ জোহরের পরিচালনায়, ”রকি অর রানি কি প্রেম কাহানিতে” আবার একসঙ্গে কাজ করছেন। এই জুটি গত কয়েক মাস ধরে এটির শুটিং করছেন এবং এটি মার্চ মাসে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এবার শোনা যাচ্ছে রণবীর এবং আলিয়া পরিচালক সঞ্জয় লীলা বনসালির বহু প্রতীক্ষিত পিরিয়ড ড্রামা, ”বৈজু বাওরার” জন্য প্রস্তুতির নিচ্ছেন।”বৈজু বাওরার” প্রস্তুতির কাজ ”গাঙ্গুবাই” এর পোস্ট প্রোডাকশন কাজের পাশাপাশি চলছে। ২০২২ সালের মাঝামাঝি বৈজু বাওরারকে ফ্লোরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।

আরও পড়ুন:  Salman-Srk in Pathan: সলমন শাহরুখ এবার 'পাঠান'-এ !

রণবীর এবং আলিয়া ছবিতে দুটি প্রধান চরিত্রে অভিনয় করছে। সিনেমাটি পরবর্তী ৭ থেকে ৮ মাসের মধ্যে একাধিক স্টুডিওতে শ্যুট শুরু করা হবে এবং সদাই সেট তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলেই শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে এই ছবিতে আরও দুজন মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। সেই অনুযায়ী কথা বলা হচ্ছে দীপিকা পাডুকোনের সঙ্গেও। তবে এখনও কিন্তু চূড়ান্ত করা হয়নি বলেই শোনা যাচ্ছে।

আরও পড়ুন:  Alia Bhatt-SS Rajamouli: হলিউড অভিনেতার সঙ্গে আলিয়া

Featured article

%d bloggers like this: