নিজস্ব প্রতিবেদন : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বরাবরই তিনি একটু অন্য ধারার ছবিতে কাজ করতে ভালোবাসেন। ব্রহ্মা জানেন গোপন কম্মটি ছবিতে মহিলা পুরোহিতের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবির মাধ্যমে তিনি সমাজের কাছে একটা নতুন বার্তা তুলে ধরার চেষ্টা করেছিলেন। সেই ছবি মুক্তি পাওয়ার কয়েকদিন বাদে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান। অষ্টপ্রচারও করাতে হয় তাকে, যার ফলে বেশ খানিকটা ওজনও বেড়ে গিয়েছিল অভিনেত্রীর।
সেই সময় অভিনেত্রীকে নেটিজেনদের কাছ থেকে কম কটাক্ষ শুনতে হয়নি। যদিও সেই সব কটাক্ষকে খুব একটা গায়ে মাখেননি অভিনেত্রী। গায়না মাটি ও চুপ করে সমস্ত কথা হজম করার পাত্রী নন তিনি। এবার এক ছবির মাধ্যমে উত্তর কে আরো স্পষ্ট করছেন ঋতাভরী। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত, ফাটাফাটি ছবিতে নতুন করে দুটি বাদ দিয়ে চলেছেন ঋতাভরী এবং আবির। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালিত ব্রহ্মা জানেন গোপন কম্মটি ছবিতে কাজ করেছেন অভিনেত্রী।

এবার বেশি মোটা লাগছে বা বেশি রোগা লাগছে, বা লম্বা বেটে, ফর্সা কালো এই সমস্ত ছুৎমার্গকে উত্তর দেবে উইন্ডোজ প্রোডাকশনের এই নতুন ছবিটি। জানা গিয়েছিল এই ছবিটি মুক্তি পাবে মার্চ মাসে। তবে এবার যারা যাচ্ছে সেই সময় পেরিয়ে এবার এই ছবিটি মুক্তি পাবে মে মাসের ১২ তারিখে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ঋতাভরী এবং আবিরের এই জুটিকে দেখার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে সকলকে।