নিজস্ব সংবাদদাতা: বর্তমানে ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলেছে শহরের সিনেমা হল থেকে মাল্টিপ্লেক্স। অন্যান্য সিনেমা হলের মত খুলেছে নন্দনও। নন্দনে চলছে পরিচালক অতনু ঘোষের নতুন ছবি ‘বিনিসুতোয়’। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও অভিনেত্রী জয়া আহসান। নন্দনে নিজের ছবি দেখতে পারলেন না অভিনেতা ঋত্বিক। হলে ঢুকতে বাঁধা দেওয়া হলো অভিনেতাকে।
নন্দনে নতুন ছবি চলাকালীন বিভিন্ন সময় দেখা গিয়েছে সেই ছবির কলাকুশলীরা নিজে এসে দর্শকদের সঙ্গে দেখা করেন। সেই কথা চিন্তা করেই রবিবার ‘বিনিসুতোয়’ দেখতে নন্দনে যান অভিনেতা ঋত্বিক। নিজের ছবি দেখার পাশাপাশি দর্শকদের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল অভিনেতার। কিন্তু সেই ইচ্ছাই সার হলের ভিতরে ঢুকতে দেওয়া হলো না অভিনেতাকে।
সম্পূর্ণ ঘটনা সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঋত্বিক। নন্দনে হওয়া ঘটনা প্রসঙ্গে ঋত্বিক ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘ নন্দনে পৌঁছেও আপনাদের সঙ্গে সেভাবে দেখা করতে পারলাম কই। কোভিড স্বাস্থ্যবিধির কারণে নন্দনে প্রবেশ নিয়ন্ত্রিত। কিন্তু গেটে দায়িত্বপ্রাপ্ত জনৈক মুখার্জি আমি ওনার নাম জানি,তবে অযথা ওনাকে বিখ্যাত করবোনা তাই নাম নিলামনা। এই কাজের উপযুক্ত কিনা জানিনা,কিন্তু অতি অভদ্র তা দেখতেই পেলাম। কি সব নিয়ম উল্লেখ করে আমাদের কয়েকজন কে নন্দনে ঢুকতে দিলেননা।
আর পুরোটাই উনি যাকে বলে পুলিশি রোয়াবেই বোঝালেন। অথচ আমাদেরই ছবি চলছে, আমরা দর্শকের সঙ্গে একটু কথাই বলতে গিয়েছিলাম। পরে একাডেমির সামনে ছিলাম,আপনাদের কারো সাথে কথাও হল। আশা রাখি উনি নিশ্চয়ই একদিন নন্দন এর গেট দাঁড়ানোর মতো ভদ্রতা শিখে নেবেন’। ঋত্বিক পোস্ট মুহূর্তে ভাইরাল। ঋত্বিক অনুরাগীরা অনেকেই নানান মন্তব্য করেছেন অভিনেতার পোস্টে।