নিজস্ব প্রতিবেদন : বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ রিয়া গাঙ্গুলী। মুখ্য চরিত্রে না হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যায় প্রায় সই। তবে বেশ কিছুদিন হয়ে গেল তাকে আর পর্দায় সেরকমভাবে দেখা যাচ্ছে না। একটা সময় রীতি মতন সোশ্যাল মিডিয়া সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন অভিনেত্রী।
তিনি জানিয়েছিলেন তার কাজ তার থেকে অনৈতিকভাবে কেড়ে নেয়া হয়েছে। তবে ধীরে ধীরে আবার নিজের ছন্দে ফিরছেন অভিনেত্রী। বরণের পর খেলনা বাড়ির হাত ধরে ছোট পর্দায় ফিরেছিলেন রিয়া। এবার আবার পঞ্চমী ধারাবাহীকে দেখা যেতে চলেছে তাকে। পঞ্চমী ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকছেন সুস্মিতা দে এবং রাজদীপ গুপ্তা।
এই ধারাবাহিকের নায়ক অর্থাৎ রাজদীপের সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রিয়া। অভিনেত্রী কে পঞ্চমী ধারাবাহীকে আবার দেখতে পাবেন শুনে রিয়া ভক্তরা বেশ উত্তেজিত। তবে অপেক্ষার একেবারে অবসান। ৫ ডিসেম্বর অর্থাৎ আজ থেকে ছোট পর্দায় পঞ্চমীর সঙ্গে আলাপ হতে চলেছে সকলের।