নিজস্ব প্রতিবেদন : বাংলা টেলিভিশন জগতে জনপ্রিয় মুখ রুশা চ্যাটার্জী। তোমায় আমায় মিলে ধারাবাহিকের হাত ধরে তার জনপ্রিয়তা এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল। ওগো বধূ সুন্দরীর হাত ধরে টলিপাড়ায় পা রাখলেও তোমায় আমায় মিলে ধারাবাহিক তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল এক নিমেষে। সেই অভিনেত্রী নাকি বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন। এই খবর সামনে আসার পরে সকলেই অবাক হয়ে গিয়েছিলেন।

সকলেই জানতে চেয়েছেন কার সঙ্গে এমন বিয়ে হচ্ছে যে এক কথায় নিজের এত বছরের ক্যারিয়ার ছেড়ে দিতে রাজি ছিলেন রুশা। বিয়ের খবর আগে এসেছে যদিও সেই সময় হবু বরের মুখ দেখেনি কেউ। জানুয়ারি প্রথম সপ্তাহ তেই বিয়ে সেজেছেন অভিনেত্রী। অবশেষে বরের মুখ দেখালে নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করে নিয়ে। সেখানে দেখা যাচ্ছে একেবারে বাঙালি মতে বিয়ে সেরেছেন অভিনেত্রী।

পরনে রয়েছে লাল বেনারসি মাথায় মুকুট এবং সঙ্গে সোনার গহনা। মা-বাবার দেখা ছেলের সঙ্গে বিয়ে হলেও কখন যে তারা একে অপরের প্রেমে পড়ে গিয়েছেন তা হয়তো বুঝে উঠতে পারেননি অভিনীত নিজেও। অভিনেত্রীর স্বামী অরুণন আমেরিকায় থাকেন। মাইক্রোসফট এ চাকরি করা এই ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন রুশা। জানা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসেই রুশাও আমেরিকায় পাড়ি দিচ্ছেন স্বামীর সঙ্গে।
