নিজস্ব প্রতিবেদন: তাকে সকলেই চেনে ‘রানী রাসমনি’- র ছোট মেয়ে অর্থাৎ জগদম্বা হিসাবে। যদিও পর্দার জগদম্বা বাস্তবের মিষ্টি অভিনেত্রী রোশনি। আটপৌরে রোশনি এবার ব্যস্ত জলকেলিতে।

ছোটপর্দার হাত ধরেই অভিনয় শুরু রোশনির। যদিও পরবর্তীতে করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে জগদম্বার চরিত্রে অভিনয় করতে দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী। যদিও পড়ে রানী রাসমণি থেকে বিরতি নেন রোশনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেওবেশ একটিভ রোশনি।

মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণ ছবি ভিডিও পোস্ট করে দর্শকদের মনোরঞ্জন করেন অভিনেত্রী। কিভাবে নেটপাড়ায় দর্শকদের মনোরঞ্জন করতে হয় তা ভালোমতোই জানেন সে। এরই মাঝে রবিবার ছুটির দিনে নেটপাড়া কাঁপছে উষ্ণ রোশনিতে। সুইমিং পুলের নীল জলের মাঝে উষ্ণ রোশনি। অভিনেত্রী পরনে গোলাপি সুইমিং সুট। ভেজা শরীরে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী। ছবি পোস্ট করে ক্যাপশনে রোশনি লেখেন ‘হ্যাপি সানডে’।