24 C
Kolkata

Rudra: সবার মধ্যে সেরা অজয়ের রুদ্র

নিজস্ব প্রতিবেদন : বলিউডের সমস্ত স্টার থেকে শুরু করে দক্ষিণী অভিনেতা-অভিনেত্রীরা সকলেই বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করার দিকে ওই ঝুঁকছে ধীরে ধীরে। সেই খাতায় নাম লিখিয়েছিলেন বলিউডের সুপারস্টার অজয় দেবগন। অজয় দেবগন এবং সামান্থা প্রভু অভিনীত রুদ্র রীতিমতনের শোরগোল ফেলে দিয়েছিল বি- টাউনে।

দুজনের অভিনয় একে অপরকে টেক্কা দিয়েছে। শুধু অভিনয় বলা ভুল চিত্রনাট্য থেকে পরিচালনা সবকিছুই রীতি মতন দর্শকের ক্রিমের সামনে আটকে রাখতে বাধ্য করবে। বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজটি। তারপর থেকে বহু f সিরিজের আনাগোনা দেখা গিয়েছেন নানা ওটিটি প্ল্যাটফর্মে। তবে এই রুদ্র ওয়েব সিরিজটি রীতি মতন দর্শকের চোখের মনি হয়ে গিয়েছে।

গত বছরে সবথেকে চর্চিত ওয়েব সিরিজের মধ্যে রুদ্র সবথেকে উপরে জায়গা করে নিয়েছে। শুধু চলছি তোই বলা ভুল দর্শকেরা কোন ওয়েব সিরিজ দেখেছে সেই হিসাব করলেও দেখা গিয়েছে রুদ্রের ভিউজ সংখ্যা প্রায় বারো শতাংশ বেশি। সুতরাং বোঝাই যাচ্ছে যে রকম বলিউডে যেমন দৃশ্যম ২ রীতি মতন খেল দেখিয়েছে তেমনি ওয়েব সিরিজের মাঠেও ছক্কা হাঁকিয়েছেন অজয়।

আরও পড়ুন:  Sandip Dutta: প্রয়াত লিটল ম্যাগাজিনের প্রাণপুরুষ সন্দীপ দত্ত

Featured article

%d bloggers like this: