26 C
Kolkata

Rupam Islam Fossils: খুদের ট্যালেন্টকে এভাবে সামনে আনলেন রূপম

নিজস্ব প্রতিবেদন: ব্যান্ড চালাতে গেলে মানুষের মনের মধ্যে মিশে যেতে হয়। হৃদয়ে ঢুক্তে না পারলে, ভিড়ের সঙ্গে কথা না বলতে পারলে ব্যান্ডকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায় না। অন্যতম বিখ্যাত ব্যান্ড হল ফসিলস। রূপম ইসলামকে এক ডাকে কে না চেনে। অগুনতি খুদে ফ্যানের মধ্যে রয়েছে ছোট্ট সাগ্নিক। আজ ওর জন্মদিন। উইশ করলেন স্বয়ং ‘গুরুদেব’।

রূপম নিজের পোস্টে জানিয়েছেন, পুরুলিয়ায় থাকে সাগ্নিক। নিজে গিটার বাজিয়ে গান গেয়ে প্রিয় গায়ককে পাঠায়। জন্মদিনে সেই ভিডিওগুলিরই একটি পোস্ট করেছেন রূপম। রূপম আরও লিখছেন, ‘সাগ্নিক, আরও শেখো, আরও বাদ্যযন্ত্র বাজাও। সব ধরনের গান শোনো, একজন ভালো শিল্পী হয়ে ওঠো। তোমার জন্মদিনে এটাই চাইব।’

আরও পড়ুন:  Bollywood Actor Health: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অন্নু কাপুর

ভিডিওটিকে নিজের হাতে গিটার বাজিয়ে অন্যতম বিখ্যাত গান ‘নীল রং’ গাইতে শোনা যাচ্ছে খুদে সাগ্নিককে। এরই মধ্যে ভিডিওটি সামনে আসতেই নেটদুনিয়ায় ঝড় তুলতে শুরু করেছে। রূপম যে নিজে কোনও দিন এই ভিডিও নিজে পোস্ট করবেন তা ভাবতে পারেনি কেউ। মন্তব্য বাক্সে একজন লিখেছেন, ‘এটা রনির বিশাল পাওয়া জন্মদিন এর সেরা পাওনা।’

Featured article

%d bloggers like this: