27 C
Kolkata

সব্যসাচীর ৪ বৌ !

নিজস্ব সংবাদদাতাঃ ক্যাটরিনা কাইফ – সম্প্রতি যাঁর বিয়ে নিয়ে বলিপাড়া গরম ছিল তিনি হলেন ক্যাটরিনা। মাত্র দুইদিন আগেই তিনি বিবাহ বন্ধনে অবোধ হয়েছে ভিকি কৌশলের সাথে। তাঁর জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে তিনি সেজেছিলেন সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গায়। লাল লেহেঙ্গা সাথে মানানসই সোনার রাজকীয় গহনায় ক্যাটরিনা অসাধারণ।

দীপিকা পাডুকোন – বলিউডের হাইভোল্টেজ বিয়ে গুলির মধ্যে একটি হল দীপিকা রণবীরের বিয়ে। এই তারকা জুটি তাঁদের বিয়ের দিন সেজেছিলেন সব্যসাচীর ডিজাইন করা বিয়ের পোশাকে। দীপিকার বিয়ের ঘোমটায় কাস্টমাইস্ড করে লেখা হয়েছিল ” সোডা ভাগ্যবতী ভব”।

অনুষ্কা শর্মা – একটু ব্যতিক্রমী এই জুটি। বিয়ের পোশকে লাল রং না বেছে নিয়ে বেছে নিয়ে ছিলেন হালকা গোলাপি রং। তাতে ফুলের কাজ করা ছিল , এবং লেহেঙ্গার সঙ্গে মানিয়েই ছিল সব্যসাচীর ডিজাইন করা গহনা।

আরও পড়ুন:  Viral: কি কান্ড!সেলফি তুলতে গিয়ে মালাইকার ঘাড়ে যুবক, তারপর যা হলো

পত্রলেখা পল – রাজকুমার রাওয়ের সঙ্গে বহুদিন সম্পর্কে থাকার পর ২০২১ সালের নভেম্বর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। বিয়ের দিন সব্যসাচীর ডিজাইন করা লাল বেনারসীতে সেজেছিলেন পত্রলেখা। তাঁর ঘোমটাই বাংলায় লেখা ছিল ” আমার পরান ভরা ভালোবাসা আমি তোমাকে সমর্পন করিলাম। ”

Featured article

%d bloggers like this: